ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

এভিয়াট্যুর

১০ ট্রাভেল এজেন্টকে পুরস্কার দিলো এয়ার এরাবিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
১০ ট্রাভেল এজেন্টকে পুরস্কার দিলো এয়ার এরাবিয়া

ঢাকা: দেশের সেরা ১০ ট্রাভেল এজেন্টকে পুরস্কৃত করলো এয়ার এরাবিয়া।

রাজধানীর সোনারগাঁও হোটেলে রোববার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রাভেল এজেন্টের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন এয়ার এরাবিয়ার হেড অব সেলস শালিনী রাজন।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এয়ার এরাবিয়ার বিভিন্ন অফার ট্রাভেল এজেন্টদের সামনে তুলে ধরা হয়। এজেন্টদের সারা বছরের পারফরম্যান্স বিবেচনায় এ পুরস্কার দেয় প্রতিষ্ঠানটি।

শালিনী রাজন স্বাগত বক্তব্যে বলেন, আমরা বরাবরই যাত্রীসেবার ওপর বেশি জোর দিয়েছি। যাত্রীসেবাই আমাদের মূল উদ্দেশ্য। আজ যারা পুরস্কার পাচ্ছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। আশা করছি সামনে চলার পথেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এয়ার এরাবিয়ার নাম উজ্জ্বল করবেন।

এয়ার এরাবিয়ার বর্তমান সাফল্যের পিছনে বাংলাদেশি এজেন্টদের ভূমিকা উল্লেখযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এয়ার এরাবিয়ার রিজিওনাল ম্যানেজার অরিজিৎ গাঙ্গুলী ও সেলস ম্যানেজার ইকরামুল কবির রিয়াজ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির সমন্বয় করেন এয়ার এরাবিয়ার এম এ সানি।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
ইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa