ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

ক্যারিয়ার

অর্থ মন্ত্রণালয়ে লিখিত পরীক্ষার সূচি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
অর্থ মন্ত্রণালয়ে লিখিত পরীক্ষার সূচি

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে ১৩তম, ১৬তম ও ২০তম গ্রেডের মোট ৬টি পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।

২০তম গ্রেডের লিখিত পরীক্ষা ২২ অক্টোবর বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ গ্রেডের পদের নাম অফিস সহায়ক। রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদের পরীক্ষা নেওয়া হবে।

অন্যদিকে ১৩তম ও ১৬তম গ্রেডের ৫টি পদের লিখিত পরীক্ষা ২৯ অক্টোবর বিকেল তিনটা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পদগুলো হলো কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব শাখা)। এসব পদের পরীক্ষা রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa