ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ক্রিকেট

ওয়ানডে দলে ডাক পেলেন রনি তালুকদার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
ওয়ানডে দলে ডাক পেলেন রনি তালুকদার

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানকে হারতে হয়েছে ১২৮ রানের বড় ব্যবধানে। তবুও এই ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন রনি তালুকদার।

এমন ইনিংস খেলার খানিক বাদেই তিনি পেলেন বড় সুখবরও। জাকির হাসানের চোটে ওয়ানডে স্কোয়াডে ডাকা হয়েছে রনিকে।

কয়েকদিন আগেই ৮ বছর পর টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে তিন ইনিংসে যথাক্রমে ২১, ৯ ও ২৪ রান করেন রনি। এবার তিনি ডাক পেলেন ওয়ানডে দলেও। এদিন ফতুল্লায় ১৩ চার ও ১ ছক্কায় ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি।

আয়ারল্যান্ড সিরিজের ওয়ানডে ফরম্যাটের স্কোয়াডে রাখা হয়েছিল জাকির হাসানকে, প্রথমবারের মতো এ সুযোগ পেয়েছিলেন তিনি। তবে দুর্ভাগ্যই সঙ্গী হলো জাকিরের। চোট তাকে ছিটকে দিয়েছে ওয়ানডে সিরিজ থেকে।  

বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ সামনে রেখে অনুশীলন করছিলেন জাকির। তখনই আঙ্গুলে চোট পেয়েছেন। পরে এক্সরে তে নিশ্চিত হওয়া গেছে, কিছুদিনের বিশ্রাম প্রয়োজন তার। চিড় ধরেছে বৃদ্ধাঙ্গুলিতে।

বাংলাদেশ সময় : ২০১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa