ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৫ সফর ১৪৪৭

ক্রিকেট

বৃষ্টির পর রোহিতকে ফেরালেন শাহিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
বৃষ্টির পর রোহিতকে ফেরালেন শাহিন

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। ম্যাচ শুরুর আগেও হানা দিয়েছিল বৃষ্টি।

যদিও ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়েই। তবে পাঁচ ওভার না যেতেই আবারও বাগড়া দিল বৃষ্টি। তাই ভেজা আউটফিল্ডের কারণে আধা ঘণ্টা বন্ধ থাকে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে বৃষ্টি শেষে আবার শুরু হয়েছে খেলা

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫ রান। অধিনায়ক রোহিত শর্মাকে দারুণ এক ইন সুইংয়ে বোল্ড করেন শাহিন আফ্রিদি। ২২ বলে ২ চারে ১১ রান করে ফেরেন রোহিত।  আরেক ওপেনার শুভমান গিল ৮ বল খেলে এখনো রানের খাতা খুলতে পারেনি।

এর আগে হাইভোল্টেজ এই ম্যাচে পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ওয়ানডে ফরম্যাটের হিসাবে দুই দলের সাক্ষাৎ হচ্ছে ৪ বছর পর। সর্বশেষ এই ফরম্যাটে তাদের দেখা হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। এরপর এশিয়া কাপ ও দুইবার বিশ্বকাপে দেখা হলেও সবই ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের লড়াই।
ম্যাচটির জন্য একদিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান। নেপালের বিপক্ষে বড় জয়ের ম্যাচের একাদশটি এ ম্যাচেও রেখেছে তারা। আরেকদিকে তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে ভারত। শ্রেয়াস আইয়ার ও জাসপ্রিত বুমরাহ ফিরেছেন ওয়ানডে একাদশে।  

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিষাণ (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশ সময়: ১৬২৩  ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa