ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

প্রথম ঘণ্টা হাসান মাহমুদের, দ্বিতীয়টিতে বাংলাদেশের হতাশা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রথম ঘণ্টা হাসান মাহমুদের, দ্বিতীয়টিতে বাংলাদেশের হতাশা

হাসান মাহমুদ শেষ করেছিলেন যেখানে, শুরুটা করলেন ওখান থেকেই। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি সবাই ফিরলেন তার বলেই; তাও প্রথম ঘণ্টায়।

এমন দারুণ সময় কাটলেও দ্বিতীয় ঘণ্টায় সুবিধা করতে পারেনি বাংলাদেশ।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। প্রথম দিনের চা বিরতি অবধি নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে স্বাগতিকরা।  

টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ের মেঘে ঢাকা কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চেয়েছিলেন তিনি। তার বোলাররা করে দেখিয়েছেন তেমন কিছুই।

তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মা বেঁচে যান আম্পায়ারস কলে। তাসকিনের কাছ থেকে বাঁচলেও হাসান মাহমুদ ঠিকই রোহিতকে তুলে নেন। পঞ্চম ওভারে তার অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বল ডিফেন্ড করতে যান রোহিত, তার ব্যাট ছুয়ে বল যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো শান্তর হাতে। ১৯ বলে ৬ রান করে ফেরেন তিনি।

উইকেট মেডেন দেওয়ার পরের ওভারে এসে প্রথম বলেই চার হজম করেন হাসান। কিন্তু ঘুরে দাঁড়াতেও সময় নেননি। তৃতীয় বলে শুভমান গিল ক্যাচ দেন উইকেটের পেছনে। হাসান এরপরও থাকেন উজ্জ্বল।  

নিজের টানা তৃতীয় ওভারে উইকেট নেন তিনি। এবার ফেরান বিরাট কোহলিকে। হাসানের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৬ বলে ৬ রান করে ফিরতে হয় কোহলিকে।  

দুর্দান্ত প্রথম ঘণ্টার পর দ্বিতীয়টি কেটেছে হতাশায়। ওপেনার ইয়াশাশবি জাসওয়াল ও রিশভ পন্থ কাটিয়ে দিয়েছেন বাকি সময়, রানও এসেছে। শেষে হতাশা বেড়েছে তাসকিনের বলে স্লিপে সাদমান ক্যাচ ছাড়লে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa