ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

দুই ওপেনারকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
দুই ওপেনারকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের

সারারাত বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভেজা ছিল। যে কারণে টস হতে বিলম্ব হলো।

সাড়ে ১০টায় টস হওয়ার পর ১১টায় শুরু হলো খেলা। টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্রুতই দুই ওপেনারের উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে এরপর ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

দুই টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে আজ কানপুরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। যেখানে টস জিতে বোলিং বেছে নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ১৯৬৪ সালের পর এই প্রথম কানপুরে কোনো দল টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিল।  

চেন্নাই টেস্টের একাদশে কোনো বদল না এনেই কানপুরে নামলো ভারত। অন্যদিকে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ নেই, তাদের জায়গা নিয়েছেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম।  

পরিবর্তিত একাদশ নিয়ে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম ৮ ওভার পর্যন্ত কোনো উইকেট পড়তে দেননি। সাদমান কিছুটা হাত খুলে খেলার চেষ্টা করলেও জাকির হাসান ছিলেন অতি সাবধানী।

বাংলাদেশ প্রথম ধাক্কা খায় নবম ওভারে। ভারতের পেসার আকাশ দীপের বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জাকির। ২৪ বল খেলে কোনো রান করতে পারেননি এই ওপেনার। এরপর ১৩তম ওভারের প্রথম বলেই সাদমানকেও বিদায় করেন আকাশ দীপ। যদিও শুরুতে তার লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ নেয় ভারত। রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত আসে। ভালো শুরু করেও ৩৬ বলে ২৪ রান করে বিদায় নেন সাদমান।  

দলীয় ২৯ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ এরপর ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। শান্ত ২৮ এবং মুমিনুল ১৭ রানে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa