ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

আবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন মুশতাক

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
আবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন মুশতাক

অল্পদিনেই আলোচিত হয়েছিল বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের কাজ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রিশাদ হোসেনের পারফরম্যান্সে ভূমিকা রেখেছিলেন তিনি।

এই কোচ আবারও ফিরেছেন জাতীয় দলের সঙ্গে।  

সবশেষ ভারত সিরিজে দলের সঙ্গে ছিলেন না মুশতাক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে আবারও ফিরেছেন। শনিবার দলের অনুশীলনেও দেখা গেছে তাকে।  

জানা গেছে, শুক্রবার রাতে বাংলাদেশে এসেছেন তিনি। এবার মুশতাককে অবশ্য কাজ করতে হবে নতুন হেড কোচের তত্ত্ববধানে। এই সিরিজের আগেই চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করে ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছে বিসিবি।  

আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামে মাঠে নামবে দুই দল।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa