ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

টস হেরে বাংলাদেশ ফিল্ডিংয়ে, জ্বরে নেই লিটন, অঙ্কনের অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
টস হেরে বাংলাদেশ ফিল্ডিংয়ে, জ্বরে নেই লিটন, অঙ্কনের অভিষেক

সকালে বাংলাদেশ দলের প্রস্তুতিতে নেই লিটন দাস। ওয়ার্ম আপে তার না থাকা নিয়ে শুরু হয় জল্পনা।

জানা গেছে, আগের রাতে জ্বর হওয়ায় তিনি থাকতে পারছেন না একাদশেও।  

চট্টগ্রামে টেস্ট সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে আগে ফিল্ডিং করতে হবে। এতে অবশ্য খুব একটা আপত্তি নেই শান্তর, যদিও তিনি টস জিতলে আগে ব্যাটিংই নিতেন।  

লিটন না খেলায় এ ম্যাচে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। আগের দিনই জানানো হয়, কনকাশন হওয়ায় মিরপুর টেস্টে অভিষিক্ত জাকের আলি খেলতে পারবেন না চট্টগ্রামে। তার জায়গাতেই স্কোয়াডে সুযোগ পান অঙ্কন।  

বাংলাদেশে অবশ্য বদল আছে আরও। পেসার নাহিদ রানাকে ফেরানো হয়েছে, এখন একাদশে পেসার দুজন। তাকে জায়গা দিতে নাঈম হাসান খেলছেন না। এদিকে ওপেনার সাদমান ইসলামকে সরিয়ে নেওয়া হয়েছে জাকির হাসানকে। একদিন আগেও যিনি খেলেছেন জাতীয় লিগে।  

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও হাসান মাহমুদ

বাংলাদেশ সময় : ০৯০২ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa