ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে নেই মুশফিক, অনিশ্চিত শান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে নেই মুশফিক, অনিশ্চিত শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না মুশফিকুর রহিম। না থাকার সম্ভাবনা বেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও।

বিসিবির এক কর্মকর্তা 'ক্রিকবাজ'-কে বিষয়টি নিশ্চিত করেছেন।  

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পান মুশফিক। ম্যাচ শেষে এক্স-রে করার পর নিশ্চিত হওয়া যায়, অন্তত চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কুঁচকিতে আঘাত পান শান্ত। যে চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তিনি।

দুই সিনিয়র ক্রিকেটারের ইনজুরি নিয়ে বিসিবির একজন কর্মকর্তা বলেন, 'চোট কাটাতে মুশফিকের আরও সময় লাগবে। ফলে আমি মনে করি না, তার পক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা সম্ভব। আর অধিনায়ক শান্তর উন্নতির দিকে নজর রাখছি আমরা। সে খেলার মতো ফিট হতে পারে কি না, সেটার জন্য দল ঘোষণার ক্ষেত্রে অপেক্ষা করবো আমরা। '

'কুঁচকির ইনজুরি হওয়ায় তাকে (শান্ত) নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছি না আমরা। কারণ সে যদি খেলতে গিয়ে একই জায়গায় আবারও চোট পায়, তাহলে এক থেকে দেড় মাস তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। এমন কিছু হলে সেটা হবে বিপর্যয়কর, কারণ সামনে চ্যাম্পিয়নস ট্রফি আছে। তবে আমি যা বুঝতে পারছি, সে দ্রুত উন্নতি করছে। '

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। আর ১৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa