ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

আরও শিরোপার প্রত্যাশা আশরাফুলের, সৌম্যর দারুণ ফেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
আরও শিরোপার প্রত্যাশা আশরাফুলের, সৌম্যর দারুণ ফেরা

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স ছিল বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। বিদেশি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এটি ছিল তাদের প্রথম অংশগ্রহণ, এবং তারা প্রথমবারেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা নিশ্চিত করেছে।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে তারা।  

কোচিং ক্যারিয়ারের শুরুতেই এমন বড় মঞ্চে সফল হওয়া মোহাম্মদ আশরাফুলের জন্য বিশেষ কিছু। রংপুরের সহকারী কোচ বলেন, ‘আমার কোচিং ক্যারিয়ারের এক স্মরণীয় শুরু। গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী আসরে রংপুর রাইডার্সকে শিরোপা এনে দিতে পারা সত্যিই অসাধারণ এক অভিজ্ঞতা। পুরো দলের অসাধারণ প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ। ইন শা আল্লাহ, ভবিষ্যতে আরও সাফল্য আসবে। ’

রংপুরের শিরোপা জয়ের অন্যতম নায়ক সৌম্য। ফাইনাল ম্যাচে তার ব্যাট থেকে আসে অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত ইনিংস। ৫৪ বলের এই ইনিংসে ছিল ৭টি চারের পাশাপাশি ৫টি ছক্কা। স্টিভেন টেলরের সঙ্গে ১২৪ রানের জুটি গড়ে তিনি রংপুরকে ১৭৮ রানের শক্তিশালী স্কোরে পৌঁছে দেন।

শুধু ফাইনাল নয়, আসরজুড়েই ধারাবাহিক ছিলেন সৌম্য। তাই টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। সবমিলিয়ে টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে সৌম্য ৪৭ গড়ে করেছেন ১৮৮ রান। ১৪২.৪২ স্ট্রাইকরেটে ফিফটি দুটি, ছক্কা মেরেছেন ৯টি।

প্রথম ম্যাচে ২৭ রানের পর দ্বিতীয় ম্যাচে ৫১ রান করেন সৌম্য। তৃতীয় ম্যাচে অবশ্য অল্পতেই ফিরে যান। চতুর্থ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে তার ব্যাট থেকে আসে ২২ রান। কিন্তু ফাইনালে যেন নিজের জাত চেনালেন বাঁহাতি এই ওপেনার।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa