ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

সাইম-সালমান নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
সাইম-সালমান নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে হারাল পাকিস্তান

বোলিংয়ে চার উইকেট নেওয়ার পর ব্যাটিংয়েও আলো ছড়ালেন সালমান আলি আগা। সেঞ্চুরির দেখা পেলেন সাইম আইয়ুব।

এতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩ উইকেটে জিতে এগিয়ে গেল পাকিস্তান।  

পার্লে আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এই রান ৩ বল হাতে রেখে তাড়া করে পাকিস্তান।

পঞ্চম উইকেটে দুজনের ১৩৩ বলে ১৪১ রানর জুটির পর শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। তবে ঠাণ্ডা মাথায় খেলে তিন বল বাকি থাকতে দলকে জিতিয়ে ফেরেন সালমান।

আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার শুরুটা হয় দারুণ। টনি ডি জর্জি ও রায়ান রিকেলটনের ব্যাটে উদ্বোধনী জুটিতে আসে ৭০ রান। এই জুটি সালমান আগা এসে ভেঙে দেওয়ার পর শুরু হয় প্রোটিয়াদের দুর্দশা। ২৫ বলে ৩৩ রান করে ফেরেন ডি জর্জি। পরের ওভারে বিদায় নেন রিকেলটনও। তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩৬ রান।

এরপর দ্রুত বিদায় দেন ফন ডার ডাসেন ও ট্রিস্টান স্টাবস। মাঝে ৫৪ বলে ৩৫ রানের ইনিংস খেলে সাইমের শিকার হন এইডেন মার্করাম। এরপর বাকিদের আসা যাওয়ার মধ্যে লড়তে থাকেন হেনরিখ ক্লাসেন। ৯৭ বলে ৮৬ রান করে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন তিনি। পাকিস্তানের পক্ষে ৮ ওভারে ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন সালমান।  

রান তাড়ায় নেমে শুরুতেই আবদুল্লাহ শাফিককে হারায় পাকিস্তান। পরে সাইমের সঙ্গে জুটি করেন বাবর আজম। ২৩ রানে তিনি বিদায় নিলে ৪৪ রানের জুটিটি ভাঙে। রিজওয়ানও নেমে দ্রুত উইকেট হারান। এরপর ৪ রানে আউট হন কামরান গুলাম। সেখান থেকে দলকে টেনে তোলেন সালমান ও সাইম।  

৭২ বলে ফিফটি স্পর্শ করা সাইম ১১২ বলে তুলে নেন সেঞ্চুরি। এরপর আর টেকেননি বেশিক্ষণ ১০ চার ও ৩ ছক্কায় ১১৯ বলে ১০৯ রান করে রাবাদার শিকার হন তিনি। তবে বাকি কাজটা করে দেন সালমান। ৯০ বলে ৮২ রান করে তিনি থাকেন অপরাজিত।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa