ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে রংপুর ঢাকা মেট্রোর একের পর এক উইকেট তুলে নিয়ে এভাবেই উল্লাস করতে থাকে রংপুর। ছবি: সংগৃহীত

এনসিএল টি-টোয়েন্টির রাউন্ড রবিন লিগে এক ম্যাচও হারেনি ঢাকা মেট্রো। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে পা হড়কাল তারা।

টানা ৭ ম্যাচ অপরাজিত থাকা দলটিকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে রংপুর বিভাগ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৯ উইকেটে ১০৭ রানে থামে ঢাকা মেট্রো। তবে সেই রান পেরোতে রংপুর শেষ ওভারে নিয়ে যায় ম্যাচ। দিন শেষে ৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে তারা।

তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩০ রান যোগ করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ আল মামুন। তবে দুজনেই কাটা পড়েন ব্যক্তিগত ১৭ রানে। পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারে রিজওয়ানকে ফিরিয়ে ঢাকা মেট্রোকে ব্রেকথ্রু এনে দেন শহীদুল ইসলাম। পরের ওভারে মামুন শিকার হন আবু হায়দার রনির।  

দশম ওভারে অধিনায়ক আকবর আলীর উইকেট হারালে আরও চাপে পড়ে যায় রংপুর। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তানভীর হায়দার। ২৬ বলে ২২ রান করেন তিনি। এছাড়া ২০ বলে ১ চার ও ২ ছক্কায় ২২ রান আসে আরিফুল হকের ব্যাটেও। নাঈম ইসলাম খেলেন ১৬ রানের ইনিংস। ঢাকা মেট্রোর হয়ে শহীদুল দুটি, আলিস ইসলাম ও রনি শিকার করেন একটি করে উইকেট।

এর আগে শুরু থেকেই রবিউল হকের বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো। ৬৬ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। দলের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৩০ রান করেন ইমরানুজ্জামান। এছাড়া ২৪ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আমিনুল ইসলাম। ঢাকা মেট্রোর হয়ে ১৯ রানে ৩ উইকেট শিকার করেন রবিউল। ২৫ রানে ২ উইকেট নেন আলাউদ্দিন বাবু।

হেরে গেলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাচ্ছে ঢাকা মেট্রো। দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল খুলনার মুখোমুখি হবে তারা।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa