ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

সিরিজের তিন ম্যাচেই ‘শূন্য’, শফিকের লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
সিরিজের তিন ম্যাচেই ‘শূন্য’, শফিকের লজ্জার রেকর্ড ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টানা তিন ম্যাচেই শূন্য রানে উইকেট হারিয়েছেন পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক। যদিও তিন ম্যাচেই দল জিতে সিরিজ নিজেদের করে নেয়।

তবে শফিকের জন্য এই সিরিজের পারফরম্যান্স ছিল ভুলে যাওয়ার মতো।

প্রথম ম্যাচে ৪ বলে ডাক, দ্বিতীয় ম্যাচে ২ বল এবং তৃতীয় ম্যাচে ১ বলেই সাজঘরে ফেরেন শফিক। ফলে লজ্জার এক রেকর্ড গড়েছেন তিনি। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি শূন্য রানে আউটের রেকর্ড তারই। এর আগে টানা তিন ইনিংসে শূন্য রানে বিদায়ের রেকর্ড গড়েছিলেন শোয়েব মোহাম্মদ (১৯৯৩), শাদাব কাবির (১৯৯৬), মোহাম্মদ ওয়াসিম (২০০০), শোয়েব মালিক (২০০৪), এবং সালমান বাট (২০১০)।  

এদেক চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ৭ বার শূন্য রানে আউট হয়েছেন শফিক। যার মধ্যে ওয়ানডেতে ৩ ও টেস্টে ৪ বার। ওয়ানডের তিন ‘ডাক’ই এসেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি থেকে। এক সিরিজে তিনবারই শূন্য রানে ফেরার নজির আছে ভারতীয় ক্রিকেট সূর্যকুমার যাদবেরও। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছিলেন তিনি। এবার তার সঙ্গী হলেন শফিক।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa