ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

চিটাগাং কিংসের জার্সিতে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
চিটাগাং কিংসের জার্সিতে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। নতুন এই বাংলাদেশে হাওয়া লেগেছে পরিবর্তনের।

বিপিএলের ক্ষেত্রেও হয়েছে তা। ফ্র্যাঞ্চাইজিগুলোও হাঁটছে একই পথে। এরই ধারাবাহিকতায় এবার চিটাগাং কিংস এবার নিজেদের জার্সির ডিজাইনে নিয়ে এসেছে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের চিত্র।  

গণ অভ্যুত্থানের মাঝে চট্টগ্রামে বড়সড় আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই ডাকে সাড়া দিয়ে শহরে জড়ো হয় হাজারো ছাত্র-জনতা। যে ছবিটি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই চিত্রই নিজেদের জার্সিতে এঁকেছে চিটাগাং কিংস। আজ নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দেখা গিয়েছে সেটি।

ছবি পোস্ট করে ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজিটি লিখে, ‘৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়। জনগণ আর ছাত্রসমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র। মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঢল বুকে পেতে নেয় বুলেট, ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড। ওয়াসিম- হৃদয় তরুয়ার আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন। তাদের রক্তে রঞ্জিত মাটি সাক্ষী নতুন সূর্যোদয়ের।  নতুন বাংলাদেশের চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগাং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যূদয়ের গল্প বলবে এই জার্সি। ’

এবারের বিপিএলে চিটাগাং কিংস নতুন মালিকের অধীনে। যাদের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন শন টেইট। এছাড়া দলটিতে রয়েছেন শামিম পাটোয়ারি, শরিফুল ইসলাম পারভেজ হোসেন ইমন, আলিস আল ইসলাম, খালেদ আহমেদ, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলামরা। বিদেশিদের মধ্যে রয়েছেন মঈন আলি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো তারকারা।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa