ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ক্রিকেট

‘রাজা মরে গেছে’, কোহলিকে নিয়ে বললেন ক্যাটিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
‘রাজা মরে গেছে’, কোহলিকে নিয়ে বললেন ক্যাটিচ আউট হওয়ার পর হতাশায় মাথা নিচু করে মাঠ ছাড়ছেন কোহলি। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে কীভাবে শাসন করতে হয়, তা নিশ্চয়ই বিরাট কোহলিকে শিখিয়ে দিতে হবে না। কিন্তু এবার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মুদ্রার উল্টোপিঠ দেখছেন তিনি।

যদিও পার্থে প্রথম টেস্টে করেছেন সেঞ্চুরি। তবে পরের ছয় ইনিংসে ১১.৬৬ গড়ে কেবল ৬৭ রান এসেছে ব্যাট থেকে।

৩৬ বছর বয়সী কোহলির সময় কি তাহলে ফুরিয়ে এলো? তেমনই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার সাইমন ক্যাটিচ। আজ তো ধারাভাষ্য কক্ষে বলেই ফেললেন, রাজা (কোহলির ডাকনাম) মরে গেছে।  

মেলবোর্ন টেস্টে শেষ দিনে ভারতের ওপর ৩৪০ রানের লক্ষ্য ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। যদিও সফরকারীদের জন্য জয় ছিল কেবলই আকাশ-কুসুম কল্পনা! তাই হার এড়াতে ড্রয়ের জন্য খেলতে থাকে তারা।  

এমন প্রতিকূল পরিস্থিতিতে অনেক সময়ই ঢাল হয়ে দাঁড়িয়েছে কোহলির ব্যাট। কিন্তু এবার পারলেন না। মিচেল স্টার্ককে ড্রাইভ করতে গিয়ে উল্টো স্লিপে থাকা উসমান খাজার কাছে ক্যাচ দেন তিনি। ২৯ বলে ৫ রান করে নিচু মাথায় ফেরত যান ড্রেসিংরুমে।

সেই আউটের সময় এসইএন ক্রিকেটে ক্যাটিচ বলেন, ‘রাজা মরে গেছে। ধীরে ধীরে সাজঘরে ফিরছে। রাজার দায়িত্বটা এখন বুমরাহর কাঁধে। কোহলিকে নিজের ওপরই হতাশ দেখাচ্ছে। তার জন্য এটি গুরুত্বপূর্ণ এক ইনিংস ছিল। কিন্তু সে প্রত্যাশা পূরণে ব্যর্থ। অস্ট্রেলিয়া তাতে খুব, খুবই খুশি হবে। কারণ ম্যাচে তারা নিজেদের ফিরে পেয়েছে। ’

অফ স্টাম্পের বাইরের বলে কোহলির দুর্বলতা নতুন কিছু নয়। কিন্তু এই সিরিজে প্রায় নিয়মিতই এভাবে আউট হচ্ছেন তিনি। তাই ভারতের সাবেক ব্যাটার সঞ্জয় মাঞ্জরেকার প্রশ্ন তুললেন ব্যাটিং কোচকে নিয়ে।

তিনি বলেন, ‘এটা শুধুমাত্র কোহলির ব্যাপার নয়, আমি জানতে চাই ব্যাটিং কোচ কী করছে। এমন একজন দুর্দান্ত খেলোয়াড়ের দুর্বলতা, যা পরিষ্কার বোঝা যাচ্ছে, সেটার সমাধান করতে পারছি না আমরা। কোহলিকে নিয়ে যথেষ্ট বলা হয়েছে। কিন্তু সে কঠিন সময় পার করছে। আমাদের উচিত তাকে একা ছেড়ে দেওয়া এবং নিজের ইস্যু নিজেই কাজ করা। ’

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa