ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

বিপিএলে বাউন্ডারির দৈর্ঘ্য নিয়ে এবার মুখ খুললেন সোহান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
বিপিএলে বাউন্ডারির দৈর্ঘ্য নিয়ে এবার মুখ খুললেন সোহান

এবারের বিপিএলে চার-ছক্কার বন্যা বয়ে যাচ্ছে। যা দেখে দর্শকরা বেশ খুশি।

গ্যালারিতে তাদের উৎফুল্ল হওয়ার চিত্র দেখা যায় প্রায় প্রতি ম্যাচেই। বাউন্ডারির দৈর্ঘ্য ছোট করে দেওয়াকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে সিলেট পর্বে আপত্তি জানিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।  

এবার বাউন্ডারির দৈর্ঘ্য নিয়ে মুখ খুললেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার মতে, বাউন্ডারির দৈর্ঘ্য আদর্শ হওয়া উচিত। এই উইকেটকিপার-ব্যাটার বলেন, ‘আমার মনে হয়, বাউন্ডারির দৈর্ঘ্য অবশ্যই আদর্শ মাপে থাকা উচিত। যেহেতু টি-টোয়েন্টি ম্যাচ, হাই স্কোরিং খেলা, সীমানায় আউট হওয়ার ঝুঁকিটা বেশিই থাকে। ' 

আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণত খেলা হয় ৬৫-৭০ মিটার বাউন্ডারিতে। কিন্তু ঢাকা ও সিলেট পর্বে খেলা হয় ৫৮-৬০ মিটারের বাউন্ডারিতে, যা আদর্শ মাপ নয়। তবে চট্টগ্রাম পর্বে বাউন্ডারির দৈর্ঘ্য প্রায় ঠিকঠাক ছিল।

এদিকে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকা রংপুরকে থামিয়েছে দুর্বার রাজশাহী। গ্লোবাল সুপার লিগের ৩ ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া রংপুর এবারের বিপিএলে নিজেদের প্রথম ৮ ম্যাচেই জয়ের দেখা পেয়েছে। গতকাল তাদের প্রথম হারের স্বাদ দিয়েছে রাজশাহী। ম্যাচে ২৪ রানে হেরেছে রংপুর।

রংপুর এই হারকে সতর্কবার্তা হিসেবে দেখছে। অধিনায়ক সোহান বলেন, 'হ্যাঁ অবশ্যই (সতর্কবার্তা)। আজকের আগে আমরা ভালো খেলেছি। অবশ্যই এটা দলের জন্য অ্যালার্মিং বিষয়। এখন এটা নিয়ে দলের সবাইকে ভাবতে হবে। ক্রিকেট এমনই, এখানে ভালো খেলেই জিততে হবে। '

৯ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট পাওয়া রংপুর এখন পর্যন্ত বেশ ভালোভাবেই শীর্ষস্থানে আছে। দ্বিতীয় স্থানে থাকা বরিশালের ৮ ম্যাচে সংগ্রহ ১২ পয়েন্ট। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে চিটাগাং কিংস।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa