ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ক্রিকেট

ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান চোট নিয়ে মাঠ ছাড়ছেন সাদমান

ঢাকা টেস্ট শুরুর আগে আরেকটি দুঃসংবাদ শুনতে হচ্ছে স্বাগতিক বাংলাদেশকে। অলরাউন্ডার সাকিব আল হাসানের পর এবার  ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম।

 

সিরিজের দ্বিতীয় টেস্টের একদিন আগে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

বিসিবি এক বিবৃততে জানায়,, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারছে না সাদমান ইসলাম। প্রথম ম্যাচের চতুর্থদিনে ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি। সুস্থ হওয়ার লড়াইয়ে তার বেশ অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। তবে খেলার জন্য পুরোপুরি ফিট হওয়ার আগে দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বিসিবি মেডিক্যাল টিম।

চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাদমান। যদিও দ্বিতীয় ইনিংসে সাজঘরে ফিরেছিলেন মাত্র ৫ রানে। টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় চোট পান তিনি।  

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে উইন্ডিজ।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa