ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

করোনায় ভারতীয় স্পিনার পীযূষ চাওলার বাবার মৃত্যু

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মে ১০, ২০২১
করোনায় ভারতীয় স্পিনার পীযূষ চাওলার বাবার মৃত্যু

রোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুঃসংবাদ আসছে।

দেশটিতে একের পর এক খ্যাতনামা মানুষ মারা যাচ্ছে।  

সর্বশেষ সোমবার ভারতীয় স্পিনার পীযূষ চাওলা হারালেন তার বাবা প্রমোদ কুমার চাওলাকে। বিশ্বকাপজয়ী এই তারকা নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে মর্মান্তিক সংবাদ দেন।

সদ্য স্থগিত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিলেন চাওলা। এর আগে তিনি কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও কিংস ইলিভেন পাঞ্জাবের হয়েও খেলেছেন।  

পীযূষের বাবা গত কয়েকদিন ধরেই কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়ছিলেন। সোমবার দিল্লির এক হাসপাতালে তার মৃত্যু হয়। ইনস্টাগ্রামে চাওলা লিখেছেন, ‘তোমাকে ছাড়া জীবন আর একই রকম থাকবে না। জীবনের শক্তির অন্যতম ভরসাকে হারালাম। ’

এদিকে চাওলাকে সমবেদনা জানিয়েছেন ইরফান পাঠান। সাবেক পেসার টুইটারে লিখেছেন, ‘আমার ভালো বন্ধু পীযূষ চাওলার বাবা প্রমোদ কুমার আর নেই। তোমার এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা রইল। আশা করি ধৈর্যের সঙ্গে তুমি এই কঠিন সময় কাটিয়ে উঠবে। প্রমোদ কাকু খুবই ভাল মানুষ ছিলেন। কোভিড আর একটা জীবন কেড়ে নিল। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa