ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

নাসুমের জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
নাসুমের জোড়া আঘাত

বাংলাদেশকে বোলিংয়ে দারুণ শুরু এনে দিলেন নাসুম আহমেদ। দুই ওভারে ২ উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

নিউজিল্যান্ড ইনিংসের শুরুতেই আঘাত হানেন স্পিনার নাসুম আহমেদ। বোলিং ওপেন করতে এসে প্রথম ওভারের পঞ্চম বলে কিউই ওপেনার রচিন রবীন্দ্রকে সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন বাংলাদেশি স্পিনার।  

স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপর সাকিব আল হাসানের এক ওভারে আসে ১০ রান। ওভারের পঞ্চম বলে রিভার্স সুইপে ছক্কা মারেন অ্যালেন। পরের ওভারেই নাসুমের বলেও একই শট মারতে গিয়ে পয়েন্টে থাকা সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন কিউই ওপেনার (১২)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৯ রান।

সিরিজের চতুর্থ ম্যাচে বুধবার মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কিউই অধিনায়ক টম ল্যাথাম।

আজকের ম্যাচে তৃতীয় ম্যাচের একাদশই খেলাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে জ্যাকব ডাফি এবং স্কট কুগেলিনের জায়গায় নিউজিল্যান্ড দলে ফিরেছেন হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার।

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার ), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকোনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa