ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ওষুধ চুরি: চমেক হাসপাতালের কর্মচারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
ওষুধ চুরি: চমেক হাসপাতালের কর্মচারী গ্রেফতার গ্রেফতার রতন দত্ত

চট্টগ্রাম: সরকারি ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার রতন দত্ত নামে ওই কর্মচারী চমেক হাসপাতালের ৩৩ নম্বর গাইনী ওয়ার্ডের অফিস সহায়ক পদে কর্মরত আছেন। তিনি সাতকানিয়া উপজেলা বাজালিয়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের বড়দা তালুকদা বাড়ির মৃত বেনীমাধব দত্তের ছেলে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, সকালে ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে ওষুধ চুরি করার সময় হাতেনাতে ওই অফিস সহকারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা,  এপ্রিল ২০, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa