ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জাতীয় শিক্ষা দিবসে শিক্ষাসামগ্রী বিতরণ ছাত্রলীগের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
জাতীয় শিক্ষা দিবসে শিক্ষাসামগ্রী বিতরণ ছাত্রলীগের  ...

চট্টগ্রাম: জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে স্কুলশিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ করেছে চান্দগাঁও থানা ছাত্রলীগ।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে নগরের ড্যাফোডিল পাবলিক স্কুলে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস আজ। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসন-শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিওল্লাহ, গোলাম মোস্তফা ও বাবলুসহ নাম না জানা অনেকেই।

তাদের স্মরণে এই দিনকে শিক্ষা দিবস পালন করা হয়।

শিক্ষার্থীদের সব ধরনের জঙ্গি,মৌলবাদ এবং মাদক থেকে নিজেকে দূরে রেখে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার অনুরোধ জানান বক্তারা।

চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নূরুন নবী সাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল আলম শহিদের সঞ্চালনায়
এতে উপস্থিত ছিলেন ড্যাফোডিল স্কুলের প্রধান শিক্ষিকা গুলজার বেগম, সহকারী শিক্ষিকা কামরুন্নাহার, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা নঈম উদ্দীন হাসান বিজয়, মো. পিপলু, আজাদ হোসেন, মো. আবদুল্লাহ ফয়সাল, রানা দাশ, মোবারক মুক্তাদির, মাহি ফয়সাল, মিজানুর রহমান, রাকিব, ইমন, রুমান, সাইমন, মারুফ, জিসান, সিমন, নওশাদ, এজাজ, রাসিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa