ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দুবাইগামী যাত্রীর লাগেজে ১৬ হাজার দিরহাম! 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
দুবাইগামী যাত্রীর লাগেজে ১৬ হাজার দিরহাম!  ...

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারী লাগেজ স্ক্রিনিং পয়েন্টে দুবাইগামী দুই যাত্রীর লাগেজে ১৬ হাজার দিরহাম ধরা পড়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ টাকা।

 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যাত্রী মো. হাশেম ও মো. সরওয়ার কামালের লাগেজে এসব বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।  

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।

 

তিনি জানান, চট্টগ্রাম টু দুবাই রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 147 ফ্লাইটের যাত্রী ছিলেন তারা। পরে দিরহামগুলো সোনালী ব্যাংকের মাধ্যমে এনডোর্স (অনুমোদন) করতে বাধ্য করা হয়।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa