ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউর ডিনস অ্যাওয়ার্ড পেল কৃতী শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
সিআইইউর ডিনস অ্যাওয়ার্ড পেল কৃতী শিক্ষার্থীরা ...

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ৩৩ শিক্ষার্থীকে বছরজুড়ে নানা সাফল্যের জন্য ডিনস এবং পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।  

সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে সম্মানজনক এই পুরস্কার দুটি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রুবেল সে গুপ্ত।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রারসহ শিক্ষার্থীরা অংশ নেন।  

প্রধান অতিথির বক্তব্যে সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সৃষ্টিশীল নানা কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। এই সময় শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের বড় সম্পদ বলে মন্তব্য করেন তিনি।  

অনুষ্ঠানে সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ম্যানেজার মৌমিতা দাস এবং কৃতী শিক্ষার্থী ইসরাত জামানের প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের নজর কাড়ে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।  

উল্লেখ্য, যেসব শিক্ষার্থী সর্বোচ্চ সিজিপিএ (সেমিস্টারে) অর্জন করেছে তাদেরকে ডিনস অ্যাওয়ার্ড এবং যারা খেলাধুলা, প্রোগ্রামিং, নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ প্রতিযোগিতার মতো কমপিটিশানে সাফল্য বয়ে এনেছে তাদেরকে পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa