ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিইউসিসি উদ্যোগে প্রথমবার আয়োজন হলো চেস টুর্নামেন্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
সিইউসিসি উদ্যোগে প্রথমবার আয়োজন হলো চেস টুর্নামেন্ট

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চেস ক্লাবের উদ্যোগে প্রথম সিইউসিসি ফিদে রেপিড রেটিং চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে নগরের কাজীর দেউড়িতে চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির কার্যালয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বিসিবি পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ফিদে আরবিটার সৈয়দ তারেক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম।

 

আরও উপস্থিত ছিলেন চবি শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষক মো ইফতেখার আরিফ এবং  চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি কমিটির সদস্যবৃন্দ।  

টুর্নামেন্টে প্রথমস্থান অর্জন করেন ফিদে মাস্টার আবদুল মালেক, দ্বিতীয় স্থান অর্জন করেন ফজলে নুর বাপ্পি এবং তৃতীয় স্থান অর্জন করেন দিব্য দাশ গুপ্ত।

টুর্নামেন্টে আর্বিটারের দায়িত্ব পালন করে ফিদে আরবিটার এস এম তারেক। ব্যবস্থাপনা ও  পরিচালনায় ছিলেন চবি চেস ক্লাবের সভাপতি তানজিলা তুর নুর।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa