ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ আটক ২ আসামি

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর আরমান হোসেন হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৭ জানুয়ারি) র‍্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তাররা হলো, প্রধান আসামি আল আমিন (২৮) এবং ওই মামলার তিন নম্বর আসামি মো. জসিম উদ্দিন প্রকাশ ভুট্টো (৩৫)।

র‍্যাব জানায়, বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার প্রধান আসামি আল আমিনকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে আল আমিনের দেওয়া তথ্যে আসামি জসিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ২ জানুয়ারি বিএনপি নেতা মীর আরমানকে রগ কেটে খুন করা হয়। এরপর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa