ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারী ও পটিয়ায় সড়কের পাশে মিললো দুই মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
হাটহাজারী ও পটিয়ায় সড়কের পাশে মিললো দুই মরদেহ

চট্টগ্রাম: হাটহাজারী ও পটিয়ায় সড়কের পাশ থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়।

জানা যায়, হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।  

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, ক্ষত-বিক্ষত মরদেহটি চেনা যাচ্ছে না।

ধারণা করা হচ্ছে, প্রায় ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

অপরদিকে পটিয়ার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় সড়কের পাশে বিলের মধ্যে বেল্ট দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান স্থানীয়রা।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে অন্য কোনও স্থানে হত্যা করে এখানে মরদেহ ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনা তদন্তে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa