ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পেল ২৬ লাখ টাকা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পেল ২৬ লাখ টাকা 

চট্টগ্রাম: আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে বন্য হাতির আক্রমণে দুই নিহত, ছয় আহত এবং ফসলের ক্ষতিগ্রস্ত হওয়া ৪৩ পরিবারকে ২৬ লাখ ৭২ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।

এ সময় চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র‍্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa