ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

এনাটমি অলিম্পিয়াডের বাছাই পর্ব শুরু 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
এনাটমি অলিম্পিয়াডের বাছাই পর্ব শুরু 

চট্টগ্রাম: আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে হেলথ স্কুল ও এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে মেরিন সিটি মেডিক্যাল কলেজে অনুষ্টিত হলো এনাটমি অলিম্পিয়াডের সিজন টু’র ১ম বাছাই পর্ব।  

উদ্বোধনী বক্তব্যে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. সুযত পাল এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

 

জমজমাট এ আয়োজনে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. সুযত পাল, এনাটমি বিভাগের অধ্যাপক ডা. সাইখুল ইসলাম, বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম, সহযোগী অধ্যাপক ডা. শর্মিষ্ঠা ভট্টাচার্য, সহকারী অধ্যাপক ডা. জিহান হাশেম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, এপিক হেলথ কেয়ারের ডাইরেক্টর (এইচআর এন্ড এডমিন) তহমিনা মরিয়ম, ডিজিএম অপারেশন্স ডা. সোমেন পালিত, হেলথ স্কুলের প্রতিষ্টাতা ডা. হামিদ হোছাইন আজাদ এবং ওয়াই স্যাবের সদস্যবৃন্দ।

তুমুল এই প্রতিযোগিতায় ৮০ জন অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরা ৫ জন নির্বাচিত হয়েছেন।

তারা হলেন, সালমা ইসলাম নিমা, মো. ফাহিম হোছাইন, তামান্না তাবাসসুম, তিশি চৌধুরী ও ফারহান ইশরাক। পরবর্তী বাছাই পর্ব আগামী ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামের আর্মি মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa