ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভুয়া নাগরিক সনদ তৈরি, যুবকের কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
ভুয়া নাগরিক সনদ তৈরি, যুবকের কারাদণ্ড 

চট্টগ্রাম: হাটহাজারীতে ভুয়া নাগরিক সনদ তৈরির অপরাধে মো. তৈয়ব উদ্দিন নামে এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

তৈয়ব উদ্দিন হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁপাড়া এলাকার মেখল রোডে তৈয়ব কম্পিউটার নামে একটি দোকানের মালিক।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিন এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

পরে অভিযুক্ত দোকানের মালিককে ভ্রাম্যমাণ আাদলতের মাধ্যমে তিন দিনের জেল দেওয়া হয়।

অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরিসহ হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa