ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নতুন ১৭ প্রকল্প নিয়ে এলো সিপিডিএল, বিনিয়োগে বিশেষ সুবিধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
নতুন ১৭ প্রকল্প নিয়ে এলো সিপিডিএল, বিনিয়োগে বিশেষ সুবিধা

চট্টগ্রাম: ১৭টি নতুন প্রকল্প নিয়ে এসেছে চট্টগ্রামের আবাসন খাতের প্রতিষ্ঠান সিপিডিএল। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এসব প্রকল্পে বিনিয়োগে বিশেষ সুযোগ সুবিধারও ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম আবাসন মেলার শেষ দিনে সিপিডিএল'র স্টলে ঘুরে পাওয়া যায় এমন তথ্য।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, চট্টগ্রামের প্রাইম লোকেশন সহ নগরের বিভিন্ন এলাকায় রয়েছে তাদের প্রকল্প।

এছাড়া ঢাকার অভিজাত এলাকায়ও রয়েছে সিপিডিএল’র প্রজেক্ট। এসব প্রকল্পে প্রতি বর্গফুট ৯ হাজার থেকে শুরু করে ১৩ হাজার টাকায় ক্রেতারা কিনতে পারবেন।

নির্মাণ সামগ্রীর দামের ঊর্ধ্বগতির কারণে প্রকল্পের খরচ বেড়েছে দাবি করে সিপিডিএল এর ব্যবস্থাপক (ব্র্যান্ড) জাকির হোসেন জানান, দিন দিন সব কিছুর দাম বাড়ছে, তাই অনিচ্ছা স্বত্তেও প্রজেক্ট অনুযায়ী দাম বাড়াতে হয়েছে। তবে আমার চেষ্টা করেছি, দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে রাখার। সে অনুযায়ী প্রজেক্ট সাজানো হয়েছে। তাছাড়া মেলায় বুকিং দিলে বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa