ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এক্সিম ব্যাংকের নতুন সেবা পণ্য ‘এক্সিম হ্যাপিনেস’ উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
এক্সিম ব্যাংকের নতুন সেবা পণ্য ‘এক্সিম হ্যাপিনেস’ উদ্বোধন

ঢাকা: বেশি সঞ্চয়, বেশি মুনাফা মূলনীতিকে সামনে রেখে এক্সিম হ্যাপিনেস নামে নতুন সেবা পণ্য চালু করেছে এক্সিম ব্যাংক।  

বুধবার (৫ এপ্রিল) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ সেবাপণ্যটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রডাক্ট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. হুমায়ূন কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা ও মাকসুদা খানমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা।  

এ সময় এক্সিম ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার এবং উপশাখা ইনচার্জদের ভার্চ্যুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এক্সিম ব্যাংক সবসময় গ্রাহকের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। তারই অংশ হিসেবে আজ আমরা এক্সিম হ্যাপিনেস নামে এই সেবা পণ্যটি চালু করেছি। সময় উপযোগী এই আর্থিক সেবাপণ্যটির মাধ্যমে গ্রাহকদের মধ্যে সাড়া ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa