ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

শিক্ষা

ঈদের ছুটি শেষে খুবি খুলবে রোববার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
ঈদের ছুটি শেষে খুবি খুলবে রোববার 

খুলনা: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) আগামী রোববার (৩০ এপ্রিল) খুলবে।  

এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

 

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ গত ২৭ এপ্রিল সকাল ৭টা থেকে খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।  

গত ১৬ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়। এছাড়া মহান মে দিবস উপলক্ষে আগামী ১ মে খুবি বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩ 
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ

Alexa