ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

নোয়াখালী: মেডিসিন ক্লাব ও সন্ধানী ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষের জের ধরে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মলয় কান্তি চক্রবর্তী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মেডিসিন ক্লাব ও সন্ধানী ক্লাবের সদস্য করা নিয়ে দুই ক্লাবের পুরাতন সদস্যরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

এর জের ধরে রোববার (২৩ অক্টোবর) রাতে দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হন। গুরুতর আহত মাজিদ (২০) ও সাহাব উদ্দিনকে (২০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ নিয়ে মঙ্গলবার সকাল থেকে নতুন করে উত্তেজনা দেখা দেয়। পরে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে কলেজ বন্ধ করা হয়েছে। আবাসিক হলের শিক্ষার্থীরা দুপুর ২টার মধ্যে হল ত্যাগ করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ

Alexa