ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

হারি বা জিতি এলাকায় শোডাউন করবো: মাহি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
হারি বা জিতি এলাকায় শোডাউন করবো: মাহি

রাজশাহী: ফলাফল যেমনই হোক সোমবার (৮ জানুয়ারি) নিজ সংসদীয় এলাকায় শোডাউন করবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এবার রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

আজ রোববার (৭ জানুয়ারি) রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনশেষে উপস্থিত সাংবাদিকদের তিনি শোডাউন করার কথা জানান।

রাজশাহী-১ আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘আমি হারি বা জিতি ইনশাআল্লাহ আগামীকালও পুরো এলাকায় একটা শোডাউন দেবো। হেরে গেলেও সবাইকে জানান দেব আমি তাদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকব। আর জিতলে এই এলাকার সব শ্রেণি-পেশার মানুষকে দেওয়া সব প্রতিশ্রুতি তাদের নিয়েই বাস্তবায়ন করবো। ’

এ সময় রাজশাহী-১ নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশেই ভোট চলছে বলে জানান মাহিয়া মাহি। তিনি বলেন, ‘প্রশাসন খুবই সক্রিয়। শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশেই ভোট উৎসব হচ্ছে। ভোটের পরিবেশ নিয়ে আমার কোনো আপত্তি নেই। ’

মাহিয়া মাহি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বলেন, ‘আজ সব কেন্দ্রেই আমার ট্রাক প্রতীকের এজেন্ট দেওয়া হয়েছে। তবে কিছু কিছু এজেন্ট দেরিতে কেন্দ্রে গেছেন। আপনারা সবাই জানেন, এটা আমার প্রথম নির্বাচন। তাই অনেকের মতো এখনো একদম পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে উঠতে পারিনি। অনেকেই আমার বয়সের আগে থেকে রাজনীতিতে আছেন ‘

‘তবে এবার সামগ্রিকভাবে আমি সব কিছু বুঝে উঠতে চেষ্টা করেছি। কিছু ত্রুটি তো থাকবে। কারণ আমি একেবারে নতুন প্রার্থী। পাস করি আর ফেল করি, এটা আমার কাছে বড় কোনো বিষয় না। তবে আমি মানুষের এত কাছাকাছি গেছি, বিপুলসংখ্যক মা-বোন ভাই-দাদাদের দোয়া পেয়েছি। এটা কম কিছু নয়। সবার দোয়া থাকলে জয় একদিন আসবেই। ’

বাংলাদেশ সময় : ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসএস/এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa