ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২২ জানুয়ারি) ৩টা ১০ মিনিটের দিকে নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত আছেন।

ইসি পরিকল্পনা নিয়েছে ভোটের আগে ও পরে ৫ দিন কেন্দ্র পাহারা দেওয়া। ভোটকেন্দ্রে নিয়োজিত রাখা হবে ১৬ থেকে ২০ জনের ফোর্স।

আগামী ১ ফেব্রুয়ারি ২ সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa