ঢাকা, শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

ভোট দিতে না পারা ভোটারের ব্যর্থতা: কবিতা খানম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মার্চ ২, ২০২০
ভোট দিতে না পারা ভোটারের ব্যর্থতা: কবিতা খানম

ঢাকা: ভোট দিতে না পারা ভোটারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

সোমবার (০২ মার্চ) ভোটার দিবসের র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

কবিতা খানম বলেন, ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব- এই প্রতিপাদ্যের মধ্যে একটা স্পিরিট আছে, ফোর্স আছে।

নিজের অধিকারকে নিজেদের প্রতিষ্ঠা করতে হয়। অন্য কেউ এসে আপনার অধিকারকে প্রতিষ্ঠা করে দেবে না। ’

‘শুধু এটুকু বললেই হবে না যে, আমি ভোট দিতে গিয়ে দিতে পারিনি, এটা আপনার (ভোটার) ব্যর্থতা। ভোটার হবেন, ভোট কেন্দ্রে যাবেন এবং নিজের অধিকার স্বাধীনভাবে প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা করবেন। ’

সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিত কম থাকার কারণে নানা সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন।

এ বিষয়টির দিকে ইঙ্গিত করে ভোটার দিবসের র‌্যালিতে অংশ নেওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘ভোটার কেন্দ্রে উপস্থিত না থাকার অনেকগুলো কারণ থাকতে পারে। এজন্য ইসি দায়ী না। ’

এদিন সকাল ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে ভোটার দিবস উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। পরে সংসদ ভবনের সামনে একটি র‌্যালি বের করা হয় যা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়।

এতে আরও উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরসহ ইসির সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন> ভোটার উপস্থিতি বাড়ানো ইসির কাজ নয়: সিইসি
আরও পড়ুন> ঢাকায় কম ভোটার উপস্থিতির তিন কারণ বললেন তথ্যমন্ত্রী
আরও পড়ুন> তিন কারণে ভোটার উপস্থিতি কম ছিল, তবে সন্তুষ্ট সিইসি
আরও পড়ুন> দেশ উন্নতির দিকে যাচ্ছে বলেই ভোটার উপস্থিতি কম: আতিকুল

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
ইইউডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa