ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

বাবা হলেন বরুণ ধাওয়ান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, জুন ৪, ২০২৪
বাবা হলেন বরুণ ধাওয়ান

বাবা হলেন বলিউডের নায়ক বরুণ ধাওয়ান। ফুটফটে কন্যা সন্তানের বাবা হয়েছেন।

সন্তান ও বরুণের স্ত্রী নাতাশা সুস্থই রয়েছেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভিনেতা জানিয়েছিলেন তিনি বাবা হতে চলেছেন।

সোমবার সকালেই প্রসব যন্ত্রণা অনুভব করেন বরুণের স্ত্রী নাতাশা দালাল। সঙ্গে সঙ্গেই তাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে। সেই সময় স্ত্রীকে আগলে রেখেছিলেন বরুণই।

দ্রুত হাসপাতালে পৌঁছেছিলেন বরুণের বাবা পরিচালক ডেভিড ধাওয়ানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পাপারাজ্জিদের কাছে ডেভিডই নিশ্চিত করেন বরুণের মেয়ে হওয়ার খবর।  

বরুণ-নাতাশার বিয়ের তিনবছর পূর্ণ হয়েছে। সামাজিকমাধ্যমে স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছিলেন বরুণ। আর বিয়ের তিন বছর কাটতেই এবার দুই থেকে তিন হলেন তারা। খুশির হাওয়া ধাওয়ান পরিবারে। বরুণ ও নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, জুন ০৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa