ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

ফিরলেন শার্লিন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
ফিরলেন শার্লিন

ছোট পর্দার পরিচিত মুখ শার্লিন ফারজানা। এক সময় নিয়মিত অভিনয় করলেও ব্যক্তিগত কারণে মাঝে অনেক দিন লাইট-ক্যমেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন।

সম্প্রতি ফিরেছেন ক্যামেরার সামনে।

আর এই ফেরা প্রায় অর্ধযুগ পর। এবার শার্লিন অভিনয় করলেন টিভি নাটকে। পথিক সাধনের ‘ভালোবাসা ভালো রাখার উপায়’ নাটকটিতে তার সহশিল্পী খায়রুল বাসার। এর আগে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।  

শার্লিন জানান, এখন তিনি শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। ফলে নিয়মিত অভিনয়ে দেখা যাবে তাকে।

ফেরা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, মনে হচ্ছে, নতুন অভিনয়ে এসেছি। এত দিন ঘুমিয়ে ছিলাম। আবার শুটিংয়ে ফিরে এটাও মনে হচ্ছে, নিজের জগতে ফিরলাম। সে জন্য স্বস্তিও পাচ্ছি। আর এখানে বাড়তি পাওয়া ছিল খায়রুল বাসার।

নাটকটি পরিচালনা করেছেন পথিক সাধন। ভালোবাসা কিভাবে টিকিয়ে রাখা যায়, সে গল্প নিয়ে এ নাটক। ঈদে নাটকটি প্রচারিত হবে এটি।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa