ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ফুটবল

মোহামেডানকে কঠিন প্রতিপক্ষ মানছেন অস্কার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ৮, ২০২৩
মোহামেডানকে কঠিন প্রতিপক্ষ মানছেন অস্কার

ইতোমধ্যেই টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপেও শিরোপা জয়ের পথে রয়েছে তারা।

আগামীকাল (৯ মে) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে অস্কার ব্রুজোনের শিষ্যরা। ম্যাচটিকে সামনে রেখে আজ কিংস কোচ প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছেন না বলে জানিয়েছেন।

চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ফেডারেশন কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল কিংস। সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সের বিচারে মোহামেডানের চেয়ে এগিয়ে রয়েছে দলটি। এবারের আসরেও আধিপত্য বিস্তার করেই খেলেছে তারা।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা। অন্যদিকে মোহামেডান দুই জয় এক ড্র নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে। ম্যাচের আগে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। নক আউটের ম্যাচ নিয়ে আগে থেকেই অনুমান করা যায় না। আর মোহামেডান সব সময়ই আমাদের চ্যালেঞ্জ জানিয়েছে। তাই আমরা সতর্ক হয়েই মাঠে নামব। অবশ্যই আমরা জেতার জন্য খেলব। ’

নিজেদের সেরাটা দিয়েই খেলার কথা জানিয়েছেন অস্কার। দলের উপর পূর্ণ আস্থা রয়েছে কোচের। আগামীকাল কোচের আস্থার প্রতিদান দিতে চাইবেন রবসন-তপু বর্মনরা।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa