ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ফুটবল

ইন্টার মায়ামিতে মেসির অভিষেকের জন্য মার্ভেলের বিশেষ জার্সি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
ইন্টার মায়ামিতে মেসির অভিষেকের জন্য মার্ভেলের বিশেষ জার্সি সংগৃহীত ছবি

পিএসজি ছাড়ার পর লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যাওয়ার খবর তো সকলেরই জানা। কিন্তু এখনও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটিতে আনুষ্ঠানিকভাবে পা রাখেননি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড।

তবে বিশ্বসেরা ফুটবলারকে সাদরে বরণ করার জন্য সম্ভব্য সবরকম প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি।  

এবার জানা গেল, ইন্টার মায়ামিতে নিজের অভিষেক ম্যাচে বিশেষ জার্সি পরে খেলবেন মেসি। এই জার্সি তৈরির সঙ্গে যুক্ত হয়েছে বিখ্যাত কমিক বুক প্রকাশক সংস্থা মার্ভেল। এক টুইটে মার্ভেল এবং বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে যৌথ এই উদ্যোগের কথা জানিয়েছে ইন্টার মায়ামি।

মেসি ইন্টার মায়ামিতে কবে যাচ্ছেন? 

২০২২-২৩ মৌসুম শেষে পিএসজির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেন মেসি। এরপর আর্জেন্টিনার জার্সিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছেন তিনি। তবে ইন্দোনেশিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি না খেলে নিজ দেশ আর্জেন্টিনায় ফিরে গেছেন মেসি। নিজ শহর রোজারিওতে সপরিবারে ছুটি কাটাচ্ছেন তিনি।  

স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা' জানিয়েছে, আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হবে। এরপর জুলাইয়ের মাঝামাঝিতে মায়ামিতে যাবেন মেসি। আগামী ২১ জুলাই নতুন ক্লাবের জার্সিতে অভিষেক হতে পারে তার। মেসির অভিষেক ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ ক্রুজ আজুল। লিগ কাপের (লিগা এমএক্স এবং মেজর লিগ সকারের দলগুলোর লড়াই)ম্যাচটি ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অবস্থিত ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।  

মেসি কি ইন্টার মায়ামিকে উদ্ধার করতে পারবেন?

মেজর লিগ সকার (এমএলএস)-এর এ মৌসুমে খুবই খারাপ অবস্থায় আছে ইন্টার মায়ামি। মাত্র ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান তাদের। ২৯ ক্লাবের এই লিগে মেসির নতুন ক্লাবটি আছে ২৭তম স্থানে। ২০২৩ এমএলএস প্লে-অফে উঠতে হলে তাদের একজন 'সুপার হিরো' দরকার। মেসির সামনে তাই অনেক বড় গুরুদায়িত্ব অপেক্ষা করছে।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa