ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ফুটবল

৪ ম্যাচে ৩ হার, সেতিয়েনকে বরখাস্ত করল ভিয়ারিয়াল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
৪ ম্যাচে ৩ হার, সেতিয়েনকে বরখাস্ত করল ভিয়ারিয়াল

মৌসুমের শুরুতেই বড় ধরনের সিদ্ধান্ত নিল ভিয়ারিয়াল। দলের প্রধান কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করল স্প্যানিশ ক্লাবটি।

 

স্প্যানিশ লিগের নতুন মৌসুমে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে ভিয়ারিয়াল। এর মধ্যে তিনটিতেই হেরেছে তারা। এর জেরে আজ সেতিয়েনকে সরিয়ে দেওয়ার খবর এলো।  

মৌসুমের এ পর্যায়ে দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতি শুরু হচ্ছে। এর আগেই সেতিয়েনকে বিদায় করে দেওয়া হলো। সাবেক বার্সেলোনা কোচের জায়গায় ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লাবের পরিচালক মিগুয়েল আনহেল তেনা।  

গত অক্টোবরে উনাই এমেরি ভিয়ারিয়াল ছেড়ে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকে ভিয়ারিয়ালের দায়িত্ব সামলেছেন সেতিয়েন। তার অধীনে 'দ্য ইয়েলো সাবমেরিন' খ্যাত ক্লাবটি গত মৌসুমে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করেছে এবং ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।  

এবারের মৌসুমে রিয়াল বেতিস, বার্সেলোনা এবং অতি সম্প্রতি কাদিজের কাছে হেরেছে ভিয়ারিয়াল। তাদের একমাত্র জয়টি এসেছে মায়োর্কার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa