ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ফুটবল

রোনালদোহীন আল নাসরের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
রোনালদোহীন আল নাসরের দাপুটে জয়

দ্বিতীয় স্তরের ক্লাব আল ওহোদ। তাদের নিয়ে কী ছেলেখেলাই না করলো আল নাসর! সেটাও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই।

কিংস কাপের শেষ বত্রিশ রাউন্ডের ম্যাচে তাকে বিশ্রামে রাখেন লুইস কাস্ত্রো। রোনালদোহীন আল নাসর মাঠ ছাড়ে ৫-১ গোলের দাপুটে জয় নিয়ে।

প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে আল নাসরকে এগিয়ে দেন সাদিও মানে। কিন্তু বিরতির ঠিক আগেই ভুল করে বসে ক্লাবটি। সেই ভুলের ফায়দা নিয়ে আল ওহোদকে সমতায় ফেরান পোলিশ স্ট্রাইকার কোনরাদ মিচালাক।

সমতায় থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আল ওহোদকে একদমই পাত্তা দেয়নি আল নাসর। ৬২ মিনিটে দূরপাল্লার শটে তাদের ফের এগিয়ে দেন সেকো ফোফানা। ৭৩ মিনিটে দারুণ এক হেডে ব্যবধান বাড়ান অ্যান্ডারসন তালিসকা। এরপর আইমান ইয়াহিয়া ও সামি আল-নাজির গোলে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে সফরকারীরা।

আল নাসরের মতো কিংস কাপের শেষ ষোলো রাউন্ডে পৌঁছেছে নেইমারের আল হিলাল। আল জাবালাইনকে ১-০ গোলে হারায় তারা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রুবেন নেবেস। এছাড়াও একই দিনে জয় পেয়েছে আল শাবাব, আল হাজম ও আল নাজমা।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa