ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

ফুটবল

এক ফ্রেমে রোনালদো ও সালমান খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এক ফ্রেমে রোনালদো ও সালমান খান

বলিউডে সালমান খানের যেমন জনপ্রিয়তা, ফুটবলে তেমন ক্রিস্টিয়ানো রোনালদোর। তাদের অনুরাগীদের তালিকাও বেশ দীর্ঘ।

এবার এই দুই তারকা বাঁধা পড়েছেন এক ফ্রেমে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সৌদি আরবে টাইসন ফিউরি ও ফ্র্যান্সিস এনগানুর বক্সিং ম্যাচে তোলা ভাইরাল ছবিতে সালমানের ঠিক পাশেই বসে থাকতে দেখা গেছে রোনালদোর প্রেমিকা স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেসকে। তার পাশেই রোনালদো। ভিভিআইপি সিটে বসে তারা বক্সিং উপভোগ করছিলেন।

দুই জগতের দুই তারকাকে এক ফ্রেমে দেখে ভক্তরা দারুণ খুশি। এক ভক্ত লিখেছেন, ‘সেরা খেলোয়াড় ও সেরা অভিনেতা। ’

এদিকে এরইমধ্যে ভারত ফিরেছেন সালমান। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন বিগ বসের শো নিয়ে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার-৩’। এতে তার বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa