ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ফুটবল

মালদ্বীপের বিপক্ষে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
মালদ্বীপের বিপক্ষে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

নভেম্বরের ফিফা উইন্ডোতে মালদ্বীপের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এই উইন্ডোতে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে দলে পাওয়ার আশা জানিয়েছিলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

তবে আজ বাফুফে ভবনে তুষার জানালেন নভেম্বরের উইন্ডোতে হামজাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

নভেম্বরের ১৩ এবং ১৬ তারিখ মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। এই বিষয়ে নিশ্চিত করে তুষার বলেন, ‌‘আমরা নভেম্বরের ফিফা উইন্ডোর ১৩ এবং ১৬ তারিখ মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবো। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। অন্য দলও আমাদের সঙ্গে খেলতে চেয়েছিল। তবে তারা একটি করে ম্যাচ খেলতে চেয়েছিল। একটি ম্যাচ খেলার চাইতে আমরা দুটি ম্যাচ খেলাই লাভজনক মনে করেছি। তাই মালদ্বীপের বিপক্ষে খেলছি। ’

দুটি ম্যাচ খেলতে বেশ কিছু টাকার প্রয়োজন হবে। সামনেই বাফুফের নির্বাচন। নতুন কমিটি আসার পর এই প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি। তুষার বলেন, ‌‘সব কিছুই হয়ে গেছে। নির্বাচনের ফলে এর মধ্যে কোনও প্রভাব পরবে না বলে আমি আশাবাদী। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। ’

হামজা কিছু দিন আগেই ইনজুরিতে পরেছেন। এখনও তার রিকভারি সেশন চলছে। তবে হামজার আরও কিছু কাগজ চেয়েছে ফিফা। এমনটাই জানিয়েছেন তুষার। তিনি বলেন, ‘হামজার বিষয়ে আমাদের সঙ্গে ফিফার কথা চলছে। তারা আরও কিছু ডকুমেন্ট চেয়েছে। আমরা হামজার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত সেই কাগজ পত্র ফিফায় পাঠানোর পক্রিয়া শুরু করেছি। ’ এছাড়া হামজাকে নভেম্বর উইন্ডোতে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন তুষার।

খেলার সময় ঠিক হলেও ভেন্যু এখনও ঠিক হয়নি। তবে বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ আয়োজিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন তুষার। তিনি বলেন, ‌‘ম্যাচের ভেন্যু এখনও ঠিক হয়নি। তবে আমরা বসুন্ধরার সঙ্গে যোগাযোগ করছি। তারা কিংস অ্যারেনা দিলে সেখানেই ম্যাচ আয়োজিত হবে। ’

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa