ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ফুটবল

ভুটানে আজ বসুন্ধরা কিংসের ইস্ট বেঙ্গল চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
ভুটানে আজ বসুন্ধরা কিংসের ইস্ট বেঙ্গল চ্যালেঞ্জ

এএফসি চ্যালেঞ্জ লিগে হার দিয়ে শুরুটা হয় বসুন্ধরা কিংসের। লেবাননের ক্লাব নেজমেহ এফসির কাছে হেরে আসর শুরু করলেও আত্মবিশ্বাসী তারা।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ভারতের ইস্ট বেঙ্গল এফসিকে মোকাবেলা করবে দলটি।  

বসুন্ধরা কিংসের মতো ইস্ট বেঙ্গলও পয়েন্ট হারিয়ে শুরু করেছে আসর। ভুটানের পারো এফসির সঙ্গে করেছে ড্র। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে তাদেরও। তাছাড়া নক আউটে যেতে হলে জিততে হবে তাদের। তবে আত্মবিশ্বাসী কিংস কোচ ভ্যালেরিও তিতে জানিয়েছেন জয়ের বিকল্প ভিন্ন কিছু ভাবছেন না।  

তিনি বলেছেন, ‘আমরা জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছি না। আগের ম্যাচে ভাগ্য আমাদের সহায় ছিল না। আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। আশা করছি, উপভোগ্য একটি ম্যাচ হবে। ’

এদিকে ইস্ট বেঙ্গল এফসির ডাগআউটে থাকবেন কিংসেরই সাবেক কোচ অস্কার ব্রুজন। তিনি অবশ্য কথা বলেছেন দুদলেরই সমস্যা নিয়ে। আক্রমণাত্মক নয়, বরং রক্ষণাত্মক খেলে জয়ের পরিকল্পনা সাজিয়েছেন তিনি।

ব্রুজোন বলেছেন, ‘আমাদের প্রতিপক্ষও (বসুন্ধরা কিংস) ভুটানের এই উচ্চতায় খেলতে অভ্যস্ত নয়। আমাদের যে সমস্যা হবে, ওদেরও সেটাই হবে। আমাদের মূল কাজ হবে, গোল না খাওয়া। রক্ষণ ঠিক থাকলে আমরা ম্যাচ জিততে পারব। আমরা সেটা নিয়েই কাজ করছি। ’

তবে ইস্ট বেঙ্গল এফসির রক্ষণাত্মক খেলা নিয়ে চিন্তিত নন কিংস কোচ তিতে। ফাঁকফোকর খুঁজে পাওয়ার কথা বলে তিনি বলেন, ‘আগে ম্যাচে একাধিক সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। ইস্ট বেঙ্গলের রক্ষণে কিছু সমস্যা দেখেছি। আমরা সেটা কাজে লাগাতে চাই। ’ 

এই ম্যাচে খেলবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা। আগের ম্যাচে অবশ্য বেঞ্চে ছিলেন তিনি। তবে ব্রুজোনের অধীনে আগেই খেলেছেন এই মিডফিল্ডার। অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকায় মাঠে দেখা যাবে তাকে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa