ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ফুটবল

রাফিনিয়ার জোড়া গোল, মায়োর্কাকে উড়িয়ে জয়ে ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
রাফিনিয়ার জোড়া গোল, মায়োর্কাকে উড়িয়ে জয়ে ফিরল বার্সা

লিগে টানা তিন ম্যাচ জয়হীন থাকা বার্সেলোনা গতকাল ছড়ি ঘুরিয়েছে মায়োর্কার ওপর। যদিও সমতায় থেকে প্রথমার্ধ শেষ করেছে তারা।

কিন্তু বিরতির পর জ্বলে উঠেছেন রাফিনিয়া। করেছেন জোড়া গোল। বড় ব্যবধানে মায়োর্কাকে হারিয়ে জয়ে ফিরেছে তারা।  

গতকাল রাতে লা লিগার ম্যাচে মায়োর্কাকে ৫-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ফেরান তোরেসের গোলে তারা শুরুতে এগিয়ে যাওয়ার পর মায়োর্কাকে সমতায় ফেরান মারিকি। বিরতির পর পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন রাফিনিয়া। পরে আরও এক গোলে ব্যবধান বাড়ান তিনি। শেষদিকে ফ্রেংকি ডি ইয়ং ও পাউ ভিক্তরের গোলে বড় জয় নিশ্চিত করে তারা।  

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি বার্সার। দ্বাদশ মিনিটে দানি ওলমোর পা থেকে ছুটে আসা বল জটলার মধ্যে জালে পাঠান তোরেস। ৪৩তম মিনিটে সমতায় ফেরে মায়োর্কা। আক্রমণে গিয়ে বক্সে মারিকিকে খুঁজে নেন মাফিও। দারুণ শটে লক্ষ্যভেদ করতে ভুল করেননি মায়োর্কা ফরোয়ার্ড।  

বিরতির পর আক্রমণ বাড়ায় বার্সেলোনা। ৫৬তম মিনিটে ইয়ামাল মায়োর্কার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে বার্সাকে এগিয়ে নেন রাফিনিয়া। ৭৪তম মিনিটে আরও একটি গোল পান তিনি। ইয়ামালের দারুণ পাস থেকে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। লা লিগায় এই পর্যন্ত ১৬ ম্যাচে ১১ গোল করলেন তিনি।  

৭৯তম মিনিটে বার্সেলোনার ব্যবধান আরও বাড়ান বদলি নামা ডি ইয়ং। নিজেদের বক্সে ভুল করে বসে মায়োর্কা। ছুটে গিয়ে জাল খুঁজে নেন ডাচ এই মিডফিল্ডার। ৮৪তম মিনিটে তার কাটব্যাক থেকে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি নামা ভিক্তর।  

১৬ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে মায়োর্কা।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa