ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ফুটবল

বেলজিয়াম-রাশিয়া ম্যাচ শুরু

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুন ২২, ২০১৪
বেলজিয়াম-রাশিয়া ম্যাচ শুরু

ঢাকা: বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত করতে রাশিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় খেলায় মাঠে নেমেছে বেলজিয়াম।

রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিলের রিও ডি জেনেইরোর মারাকান স্টেডিয়ামে খেলাটি শ‍ুরু হয়।



বেলজিয়াম একাদশ:
থিবাউত কোরটয়েস (১), টবি অ্যাল্ডারউইয়ালড (২), থমাস ভারমালেন (৩), ভিন্সেন্ট কোম্পানি (৪), ড্যানিয়েল ভ্যান বাইটেন (১৫), অ্যাক্সেল উইটসেল (৬), কেভিন ডি ব্রুইন (৭), মারুয়ান ফেলাইনি (৮), ইডেন হ্যাজার্ড (১০), ড্রাইস মার্টেন্স (১৪), রোমেলু লুকাকু (৯)।
কোচ: উইলমটস মার্চ (বেলজিয়াম)।

রাশিয়া একাদশ:
ইগর আকিনফেব (১), আলেক্সি কজলভ (২), সার্গেই ইগনাসেভিচ (৪), ভাসিলি বেরেজুটস্কি (১৪), দিমিত্রি কমবারভ (২৩), ম্যাক্সিম কানুনিকভ (৬), ডেনিস গ্লুসাকভ (৮), ওলেগ শাতভ (১৭), আলেক্সান্দার সামেডভ (১৯), ভিক্টর ফাইজুলিন (২০), আলেক্সান্দার কোকোরিন (৯)।

কোচ: ফ্যাবিও ক্যাপেলো (ইতালি)

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa