ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ফুটবল

এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা নেইমার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা নেইমার

ঢাকা: ফুটবলের দেশে চলমান ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের পোস্টারবয় খ্যাত নেইমার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই গোল উদযাপন করার পর সোমবার রাতে ক্যামেরুনের বিপক্ষে প্রথমার্ধেই জোড়া গোল উদযাপন করেন তিনি।



এর মধ্য দিয়ে এবারের বিশ্বকাপের ৩ গোলদাতা নেদারল্যান্ডসের অ্যারিয়েন রোবেন, রবিন ফন পার্সি, জার্মানির থমাস মুলার, ফ্রান্সের করিম বেনজেমাদের পেছনে ফেলে সর্বোচ্চ ৪ গোলদাতার আসনে বসলেন তিনি।

ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে ১৭ ও ৩৫ মিনিটে দলের পক্ষে গোল দু’টি করেন ২২ বছর বয়সী এ তারকা স্ট্রাইকার।

তবে ২০ মিনিটের মাথায় নেইমারের বাম পায়ের জোরালো শট ক্যামেরুনের গোলরক্ষক আটকে না দিলে এবারের বিশ্বকাপের দ্বিতীয় হ্যাট্রিকের মালিক হতেন তিনি।

ক্যামেরুনের জন্য আতঙ্ক হয়ে ওঠা নেইমারকে ঠেকাতেই যেন প্রতিপক্ষের সব খেলোয়াড় ব্যতিব্যস্ত ছিলেন। মাত্র ১৫ মিনিটের মাথায় কোনো কারণ ছাড়া নেইমারকে ধাক্কা দেন ক্যামেরুনের নিয়্যম। এ ‘অশোভন’ আচরণের দায়ে কঠিন শাস্তি পাওয়ার কথা থাকলেও রেফারির অমনোযোগে বেঁচে যান নিয়্যম।

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa