ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ফুটবল

ক্রোয়েশিয়ার জালে মেক্সিকোর তিন গোল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
ক্রোয়েশিয়ার জালে মেক্সিকোর তিন গোল ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথমে রাফা মার্কেজ ও আন্দ্রেজ গুয়ার্দাদোর করা পরপর দুই গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরবর্তী রাউন্ড নির্ধারণী ম্যাচে অনেকখানি এগিয়ে যায় মেক্সিকো। ৭২ মিনিটের মাথায় হেক্টর হেরেরার কর্নার থেকে পাওয়া বল দুর্দান্ত হেডে ক্রোয়েশিয়ানদের জালে জড়ান মার্কেজ।



আর ৭৫ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে গিয়ে ক্রোয়েশিয়ানদের বিমর্ষ করে গোল উদযাপন করেন আন্দ্রেজ গুয়াদার্দো। সর্বশেষ আঘাত করেন জাভিয়ের হার্নান্দেজ। ৮২ মিনিটের মাথায় গোল উদযাপন করেন এ মেক্সিকান।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে গড়ানো ম্যাচে এখন পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে রয়েছে মেক্সিকানরা। এই ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়লাভ করলে পরবর্তী রাউন্ডের টিকিট পেয়ে যাবে তারা।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa