ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ফুটবল

মেসিই বিশ্বসেরা: ডি মারিয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৪
মেসিই বিশ্বসেরা: ডি মারিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়ার মতে লিওনেল মেসি ফুটবল মাঠে যা করতে পারে পৃথিবীর আর কেউ তা করতে পারেনা। তিনি বিশ্বাস করেন এবারের বিশ্বকাপে মেসিই থাকবেন শীর্ষ গোলদাতা হিসেবে।



ডি মারিয়া তার অধিনায়কের সম্পর্কে বলেন, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। সে যা করতে পারে তা অবিশ্বাস্য। আমাদের ভাগ্য ভাল যে তার মতো খেলোয়াড়কে আমরা দলে পেয়েছি। ’

আর্জেন্টাইন উইঙ্গার মারিয়া আরো বলেন, ‘লিও এখন বিস্ময়কর মুহূর্তে রয়েছে। সে এই বিশ্বকাপ শেষে শীর্ষ গোলদাতা হিসেবে নিজেকে প্রমান করবে। ’

মেসি ও আর্জেন্টিনা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মনে করেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ডি মারিয়া। তিনি জানান, ‘আর্জেন্টিনা তাদের খেলা ধীরে শুরু করলেও ক্রমাগত তা গতিসম্পন্ন হচ্ছে। আমরা এখনও আমাদের সেরা মুহূর্তে যেতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস আমরা বিশ্বকাপ ঘরে নিয়ে যেতে পারব। ’

দেশের জার্সি গায়ে অর্ধশত ম্যাচ খেলা ডি মারিয়া গত ম্যাচগুলোর থেকে নিজেদের আরো বেশি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বলে জানান।

আর্জেন্টিনাকে শেষ আটে উঠতে হলে আজকের ম্যাচে অবশ্যই জিততে হবে। জিততে পারলে তারা বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার জয়ী দলের বিপক্ষে লড়বে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa